ছন্দ নিয়ে খেলতে গিয়ে
            যায় কেটে যায় বেলা,
তবু আমার কিছুতে আর
            হয় না কো শেষ খেলা।


এ অন্তরে ঢেউ এর পরে
            কেবল ঢেউএর ঠেলা,
কাব্যাকাশে ছন্দ হাসে,
            ভাবের ভাসে ভেলা।


যেমনটি চাই ছন্দ ঝরাই
            মিল খুঁজে পাই মেলা,
আমি তখন দিক-ভোলা মন,
            কবি গুরুর চেলা।


কাজের কথায় মন ক্ষেপে যায়,
            ও সব তখন ঝ্যালা,
ক্লান্তি ঝরা কাজকে করা
            তুচ্ছ হেলা ফেলা।


ছন্দ-পাগল মন বলে ভোল
            কাজ অকাজের বেলা,
দ্বন্দ্ব কেন! জীবন বেলায়
            ছন্দ করুক খেলা।
           ---------