যত লিখে যাই
   যে সুরেই গাই
      শোনাতে যে কথা চাই রে-
নিয়ে ব্যাকুলতা
   ঘুরি হেথা হোথা,
      সেই বাণী কোথা পাই রে!
জাগে ক্ষণে ক্ষণে
   যত ভাব মনে
      আহা অকারণে নিত্য
তাকে রূপ দিতে
   এই লেখনীতে
      ফোটে না তো সে কবিত্ব।
প্রাণে ঢেউ লেগে
   রুদ্ধ আবেগে
      কত রাত জেগে রই গো।
অক্ষম কবি
   হয়েছি নীরবই
      ভেবে, সেই ছবি কই গো?
যে ছবি ফোটাতে
   তুলি নিয়ে হাতে
      নিত্য প্রভাতে সূর্য-
পূবের আকাশে
   সুমধুর হাসে,
      খুঁজি সেই সৌন্দর্য।
     -----------