এই সংসার, ঘরকন্নার একশ হাজার কাজে
বন্দী থেকে আর নিজেকে বইতে পারি না যে।
নিত্য একই চিত্র দেখি সকাল থেকে উঠে,
ঘর গোছাতে মন জোগাতে বেড়াই ছুটে ছুটে।
কোনটা কবে রান্না হবে আর কী রবে প’ড়ে-
দিন কেটে যায় শুধুই যে হায় সেটাই নজর ক’রে।
প্রাণের যা সাধ সব দিয়ে বাদ খাটনি অগাধ খাটি,
খাওয়া পড়ার হিসেব করার এক ছকেতেই হাঁটি।
কার বা কী চাই জলদি জোগাই, কিন্তু কী পাই তাতে
মন যদি চায়, সময় কোথায়! তুলব তুলি হাতে।
কিম্বা এ মন উদাস যখন মেঘলা আকাশ দেখে
বসতে গানে হৃদয় টানে সকল ফেলে রেখে
তখন আমার সাধ্য কি আর হয় গো কোনো মতে
ক্লান্ত হলে পথ না চ’লে সেই যে বাঁধা গতে!
অনেকটা পথ টেনেছি রথ, এ সংসারের ঘানি,
কোথায় আছে ঘাটের কাছে অচিন সে পথখানি?
          --------------------