জোর ক’রে যায় হয়তো পাওয়া
     নাম বা ইনাম খাসা,
যায় কি পাওয়া প্রাণের পরশ
     স্নিগ্ধ ভালোবাসা!
আপনা থেকে যে দিতে চায়
     তার উপরেই জোর করা যায়,
তখন খাঁটি মূল্য যে পায়
     প্রাণের কাঁদা হাসা।
জোর ক’রে হায় করতে আদায়
     চাও কি ভালোবাসা!


সঙ্গে থেকে ঘনায় যদি
    আকাশে মেঘ কালো
তার চেয়ে তো আড়াল ঘেরা
    বিরহই ভালো।
যদি সরল সাচ্চা দিলে
    কাউকে ভালোবেসেইছিলে
কখনো সে আঘাত দিলে
    দুঃখে কেন ভাসা!
তবে কেমন প্রেমের পূজা!
    কিসের ভালোবাসা?
       -----------