আমার কাননে তুমি এলে ঝরে
           হাসনুহানার গন্ধ,
ছুটে আসে অলি, ফোটে কথা-কলি,
           ওঠে কবিতার ছন্দ।
মৃদু পায়ে আসো, সৌরভে হাসো,
           শুভ্র রজনী-গন্ধা
মন্দাকিনীর ধারা হয়ে বও,
           হও গো অলকানন্দা।
আমার হৃদয়     শুধু তুমিময়,
           যে দিকে তাকাই চক্ষে,
মেলে শতদল,    সিক্ত সজল
           বারি হয়ে ঝরো বক্ষে।
            --------------
            


             'তোমার গানের সুর'


কানে আমার লেগেই আছে তোমার গানের সুর,
সৌরভে তার পূর্ণ আমার সকল হৃদয়পুর।
শুনিয়েছিলে সেই যে কবে
                  মোহন সুরে মধুর রবে,
ধন্য আমি সে গৌরবে, রও-না যতই দূর
                  গো আজ রও-না যতই দূর।
মর্মে আমার লেগেই আছে তোমার গানের সুর।
               ---------------