গভীর রাতে সবার চোখে ঘুমের যাওয়া আসা
কান পেতে রই শুনতে তখন নিঝুম রাতের ভাষা।
দিনের বেলা মুখর কোলাহলে
উচ্চ স্বরে সবাই যে যার নিজের কথাই বলে।
স্নিগ্ধ নীরব এই প্রকৃতির অন্তরে যে বাণী
তার সাথে কেউ চাক-না যতই করতে কানাকানি
কর্ম মুখর ব্যস্ত দিনের শব্দ-লহর ঝ’রে
সেই সাধনায় যায় যে বাধা প’ড়ে।
তাই তো থাকা প্রতীক্ষাতে রাত্রি কখন আসে
থাকবে না কেউ শান্ত আবেশ ভাঙতে আশেপাশে।
তখন কেবল স্তব্ধ নিঝুম রাতি
হয় যে জাগার সাথী।
তখন মনের অতল গভীর কথা
অধীর মনে বলার সে কী তীব্র ব্যাকুলতা।
স্তব্ধ বিধুর এই প্রকৃতি হয়তো শোনে তাকে,
বুঝতে পারি, তাই সাড়া দেয় আমার প্রাণের ডাকে।
শুনতে যে পাই আমিও তার রহস্যময় ভাষা,
সবার চোখে তখন নীরব নিদ্রা বাঁধে বাসা।
        ---------------------