অনেক কবিতা যত্নেই লিখি
      তবুও অনেকে পড়ে না।
পাঠক পাঠিকা আধুনিক বড়,
      হয়তো বা মনে ধরে না।
আশা থাকে মনে পড়বে সে লেখা
      অন্তত শত জনেতে,
হায় দেখি শেষে দুই পাঁচজনই
      পড়েছে তা কোনো ক্ষণেতে।
শান্ত্বনা এই, কেউ তাকে ভালো বলেছে,
সে কবিতা প’ড়ে কারো মন তবু
      কিছুটা হলেও গলেছে।


আবার কখনো কোনো লেখা লিখি
      নিছকই সখে বা খেলাতে।  
হয়তো বা অবহেলাতে।
সে কবিতা প’ড়ে
      নিজেরই তা ভালো লাগে না।
কোনো অনুভূতি জাগে না।
সে লেখাই তবু পাঠকের মনে
      ভাবের লহরী জাগিয়ে
মাঝে মাঝে দেয়
      আমাকে চমক লাগিয়ে।


মনে মনে ভাবি
      কেন হতে গেছি কবি যে!
হিসেব নিকেশ
      গোলমেলে বড় সবই যে।
এই সংসারে বড় জটিলতা, জানি সে।
কবি মন ব’লে মাঝে মাঝে বড়
      হয়ে পড়ে অভিমানী সে,
কবিতা লেখাই ছেড়ে দেব ভাবি,
      তবুও স্বভাবে পারি না।
পাঠক পাঠিকা মেলে বা না মেলে
      লেখনীকে তবু ছাড়ি না
          -------------