এত নর নারী, সকলের সাথে সকলের প্রেম হয় কি!
       ঘর বেঁধে সাথে, সেই ঘর টিকে রয় কি?
            অনেকেই বলে এসো, প্রেম করি
                স্বর্গবাসর এ ভূবনে গড়ি
                     ঝরনার মতো
                       অবিরত
                          চলি
                        গড়িয়ে,
                    প্রেম ছড়িয়ে।
             কিন্তু নিছকই তুচ্ছ কারণে
          বিবাদ ও বিরোধ বেঁধে যায় মনে,
     হায় তা কেবলই ক্ষুদ্রতা আর স্বার্থপরতা নয় কি!
করে দুটি প্রাণী মিছে হানাহানি, এ-ই শেষে প্রেমে জয় কি?
                         ---