(রবিবারের ভাবনা)


আজ কোনো কাজ নয়, ছুটির এই ফাঁকে-
পেতে চাওয়া, গেঁথে যাওয়া, শুধু কবিতাকে।
বনেদি খাবার নয়, মেটায় না ক্ষুধা,
কবিতায় ডুবে শুধু পান করা সুধা।
কবিতার ছোঁয়া লেগে সব ভুলে যাওয়া
মেঠো-পথে কল্পনা-রঙ খুঁজে পাওয়া।
কবিতাতে নয় ক্ষোভ, জ্বালা যন্ত্রণা,
ছন্দ-নুপূর বাজে, কান পেতে শোনা।
ভালোবেসে ভেসে কোন্ আবেগের শ্রোতে
ভেঙেছে বক্ষ কবে কার বিরহতে
সে সব করুণ গাঁথা ইনিয়ে বিনিয়ে
বলা নয় ছন্দিত কবিতায় গিয়ে।
কিম্বা সমাজে আজ কত ভয় ভীতি
অন্যায় অবিচার, কত দুর্নীতি
সে সবের প্রতিবাদে হয়ে মুখরিত
কবিতায় করব না তাকে ঝংকৃত।
কবিতা লিখব সব    ছেড়ে পথে নেমে
শুধুই হারিয়ে গিয়ে    কবিতার প্রেমে।
কেমন ছন্দ মিলে     দোলা লাগে মনে
সুললিত কোন্ ভাষা, কোন্ আভরণে
কবিতাকে দেবী-রূপী যায়  ক'রে তোলা
সেই ভাবনাতে আজ যত কাজ ভোলা।
       -----------------