ওগো,    আমিই না হয় মান করেছি
             তাই ব'লে কি ডাকবে না!
আহা     সত্যি তো আর যাইনি ভুলে,
             আমায় মনে রাখবে না?
হঠাৎ     নিজেই গুমোর, রাগ দেখিয়ে
             নরম হওয়া যায় কি গো!
বলো,    হায় অকারণ তাই ব'লে মন
             পুষতে সে রাগ চায় কি গো?
অতি     দীন হীনেরও মান থাকে যে
             আমারও থাক তাই কিছু,
বড়      বাঁধছে ওরে, কেমন ক'রে
             আপনা থেকে হই নিচু!
তুমি      নিজেই না হয় মন রাঙাতে
             মান ভাঙাতে তান ধরো,
যাতে     লাগবে নাড়া, দেবই সাড়া
             তেমন সুরে গান ধরো।
আমি      মানছি নিজের অবুঝপনা,
             তুমি কি আর বুঝবে না!
জেনো    আর কারো নয়, আমার এ মন তোমার,
                তাকে খুঁজবে না!
                 ---------