কোনটা যে ভালো লেখা
    এ তো বড় হেঁয়ালি,
পাঠিকা ও পাঠকেরা
    বড় বেশি খেয়ালী।
খোলেই না দ্বার তারা,
     তালা দেওয়া ফটকে।
ভোলে তারা হয়তো বা
     আধুনিক চটকে।
শব্দের ছুরি চাই
      চকচকে ধারালো,
ক্ষতি নেই যদি তাল
      ছন্দটা হারাল।
খাঁটি মিল ছন্দতে
      আর মন ভরে না,
সুমধুর মিল ঝ'রে
      পড়লেও পড়ে না।
বাঁকা চোখে দেখে লেখা
       হল কিনা একেলে,
মিল নিয়ে খুঁতখুঁতে!
      কবি সে তো সেকেলে।
করব কী! ম’জে গেছি
      নজরুল রবিতে,
ব্যথা পাই কবিতার
       আধুনিক ছবিতে।
      ---------