বিশ্বকাপের  দাপটে আজ  কাঁপছে গোটা  বিশ্ব,
চোখ মেলে তাই দেখবে সবাই চোখ জুড়ানো দৃশ্য।
কোন্ মাঠে আজ ঝলমলে সাজ! উৎসাহ দেশ শুদ্ধ
চলছে কোথায় কোন্ সীমানায় ফুটবলের এই যুদ্ধ!
বাচ্চা বুড়োর, জ্যাঠার খুড়োর নজর এখন ছুটছে
সেই ঠিকানায়, সাম্বা নাচের ছন্দ যেথায় উঠছে।
যেথায় খেলার এই আয়োজন, নেইমারেরই দেশ তা,
হাজির মেসি, বালোত্তেলি, পার্সি, ইনিয়েস্তা।
ক্রিশ্চিয়ানো, ওজিল, রুনি, বিবেরি বা কম কি!
সুয়াবেজ আর কাস্তিলোরও কম না মেজাজ, ধমকি।
ব্রাজিল ও আর-জেন্টিনা তো ফেভারিটের লিষ্টে,
প্রত্যাশা ভার ফ্রান্স ইটালি জার্মানিরও পৃষ্ঠে।
জাদুর কাঠি পর্তুগাল আর উরুগুয়ের হ্যান্ডে
ভাগ্য-দেবীর প্রসাদ-কণা ভ্যানের নেদারল্যান্ডে।
কোত্থেকে যে কী হয়ে যায় কে জানে শেষ অবধি
কোন্ তারকার পায়ের ছোঁয়ায় হয় কী উপলব্ধি!
তারকাদের যাত্রা পথে আমরা সহযাত্রী,
দেখতে, কেমন গোল করে কে, জাগব না হয় রাত্রি।
যোগ্য খেলে যে দল জিতুক, তাতেই হব তৃপ্ত।
ফিফার সোনার কাপটি যেন না হয় মসি লিপ্ত।
           -----------