এই      মেঘলা আকাশ সিক্ত বাতাস
                রিক্ত বাঁশির সুরে
          ডাক দিয়ে যায় আজকে আমায়
                কোন্ সে দূরে দূরে।
          আবেশে তাই মন যে উদাস
                বেশ ভুলেছি, ভুলেছি বাস,
           মেঘের সাথে কল্পনাতে
                একলা বেড়াই ঘুরে।
আজ     মন ভেসে যায় সিক্ত হাওয়ায়
                রিক্ত বাঁশির সুরে।


আজ      প্রাণ জাগে না মন লাগে না
                প্রতিদিনের কাজে,
           হাল ছেড়ে তাই দূর পানে চাই
                শেষ খুঁজে পাই না যে।
           কোথায় দূরে কোন্ অজানায়
                উদাস বাঁশি কার বেজে যায়,
           তাই মনে হয় প্রাণের বীণায়
                বিরহ-সুর বাজে।
আজ      প্রাণ জাগে না মন লাগে না
                প্রতিদিনের কাজে।
                   ----------