এসেছে বরষা  এসেছে,
প্রাণে জাগে সাড়া, আষাঢ়ের ধারা
     প্রকৃতিকে ভালোবেসেছে।
রিমিঝিমি সুরে নিকটে ও দূরে
     নুপূরের ধ্বনি বেজেছে
রুক্ষ প্রকৃতি পেয়ে সেই প্রীতি
     আজি যথা রীতি সেজেছে।
শুষ্ক শাখাতে আহা কী শোভাতে
     নব কিশলয় ধরেছে,
     কাকে যেন মনে পড়েছে!
তীব্র ও কড়া ঝিম ধরা ভরা গরমে
বনরাজি সারা হয়ে বাণী হারা
     যেন ম’রে ছিল মরমে।
যত তরু লতা পেয়ে সতেজতা
     আজ নীরবতা ভেঙেছে,
     সবুজে শ্যামলে রেঙেছে।
দেখে সেই শোভা প্রাণ-মন লোভা
     আমরাও জাল বুনেছি।
বারি ঝরে কবে ঝর ঝর রবে
    কান পেতে ধ্বনি শুনেছি।
তবু প্রকৃতিকে তরু লতাটিকে
     আমরা তো ভালোবাসিনি,
সেই মন নিয়ে প্রকৃতির কাছে আসিনি।
সাধ হলে মনে তুচ্ছ কারণে
     বড়-সড় গুড়ি গুড়িয়ে
দিয়েছি সমূলে কত তরুরাজি উড়িয়ে।
তবুও ভরসা জাগিয়ে বরষা
     স্নিগ্ধ সঘন ধারাতে    
চায় সুরে গানে সকলের পানে
     দরদী দু হাত বাড়াতে।
         ---------