গেঁথেছিলাম কবিতা এক তুচ্ছ, মজার, খেলো।
"হলই কবি একটু এলোমেলো"
লিখেছিলাম নেহাত ঝোঁকের বশে,
মেতে সহজ ছন্দ এবং নিছক কথার রসে।
লিখেছিলাম যা হোক কিছু দাঁড় করাবার ঝোঁকে,
জানত কে বা  সেই লেখাই পড়বে এত লোকে!
একশ দুশ তিনশ ছেড়ে পাঁচশ পাঠক প'ড়ে
সত্যি দিল ধন্য আমায় ক'রে।
পড়ছে পাঠক পাঠিকা হায় এখনো সেই লেখা,
লেখনীতে টানা কিছু গুরুত্বহীন রেখা।
তাই তো আবাক মেনে-
এখনো যাই লেখনীতে ছন্দ রেখা টেনে।
যতই লিখি, কোথায় পাঠক! হতাশা তাই ঝরে।
ক্লান্ত আমায় করে।
কিন্তু বিশেষ একটি লেখার এতই পাঠক আছে
দেখতে পেয়ে অকারণেই মন যে আবার নাচে।
তাই তো ভাবি মন দিয়ে নয় একটু আরো শিখি,
মহোৎসাহে তাই তো আবার লিখি।
       -----------------