মাঝে মাঝে ভাবি মনে, খুঁটিয়ে তা ভাবব
ফাঁক পেলে কাজ ফেলে কেন লিখি কাব্য।
আছে আরো কত কিছু, সব ফেলে হায় রে
মন কেন কবিতার পিছে ছুটে যায় রে!
এ আসরে বন্ধুরা পারো কেউ বলতে-
মনটাকে কে ভাবায়, কে পাকায় সলতে?
যা-ই লিখি, কেউ বলে ভালো, কেউ মন্দ
হায়, তবু নাছোড়ের মতো গাঁথি ছন্দ।
এ কী নেশা মনে মেশা, ভুলে পেশা কর্ম
ভেবে যাই মায়াবী এ কবিতার মর্ম।
বলো কেউ, কখনো তা বুঝতে কি পারব !
লেখার এই সেরা নেশা,  রাখব না ছাড়ব?
                  -------------------