বাঙালীর গৌরব, অতীতের গর্ব
বয়ে যাওয়া সময়ের ভারে যেন খর্ব।
শিল্পতে, কৃষ্টিতে
                        ভাবনা ও সৃষ্টিতে
বাঙালির ছিলো এক সুমহান পর্ব।
সেই ধারা আজ কেন হয়ে এলো খর্ব?


পাঞ্জাবী,  গুজরাটী,  মারাঠিরা জাগছে।
বাঙালীরা পদে পদে পিছে পড়ে থাকছে।
বাঙালীর কোলকাতা
                              উঁচু ক'রে ছিল মাথা,
সেখানেও অন্যরা আজকে পা রাখছে।
বাঙালীরা ঘরে ব'সে পিছে প'ড়ে থাকছে।


একদিন বাঙালীর তেজ ছিলো সত্য,
দিকে দিকে নিজেদের ছিলো আধিপত্য
বাঙালীর দাম ছিলো
                          যোগ্য সুনাম ছিলো,
যেখানেই যেত তারা পেত আনুগত্য।
একদিন বাঙালীর তেজ ছিলো সত্য।


সেই সেরা বাঙালীরা আজ কেন দমবে !
ঘর ছেড়ে চ'লে যাক দিল্লী বা ট্রম্বে।
দিকে দিকে যাক ধেয়ে
                          বাঙলার গান গেয়ে,
তা হলে তো প্রগতির দৌড় ভালো জমবে।
কোলকাতা নয়, যাক মুম্বাই, ট্রম্বে।
                ----------------