কিছুই রবে না বাকি
হবে না, হবে না ফাঁকি,
নেই ক্ষয় নেই
         মনে মনে সেই
বিশ্বাস যেন রাখি।


যেটুকু করেছি আমি-
না হলেও সেরা নামী
তুচ্ছ তা নয়
         জানি নিশ্চয়,
না-ই হোক মহা দামী।


আমিও সৃষ্টি মাঝে
লেগেছি ক্ষুদ্র কাজে।
এ জগত জুড়ে
            প্রবাহিত সুরে
আমার বীণাও বাজে।
      ----------------