পুজো এসে গেল
তাই ভেসে গেল
মনের দুঃখ যত।
নীলাকাশ জুড়ে
দেখি যায় উড়ে
মেঘেদের পাল কত।


শরতের বাঁশী
আর মেঘ রাশি
মনে কী আবেশ ঢালে,
স্মৃতির গভীরে
যাই ফিরে ফিরে
সেই শৈশব কালে।


হাওয়া ঢেউ তোলে
সাদা কাশ দোলে,
মাঠে প্রান্তরে খুশি।
প্রাণে গান বাজে,
ছোট খাট কাজে
আজ নেই কোনো হুঁশই।


ভেবে এই কথা
নিয়ে ব্যাকুলতা
রোজ ঘুম থেকে উঠি-
আকাশে বাতাসে
সুর ভেসে আসে
এলো যে পুজোর ছুটি।
       --------------