জীবন গিয়েছে চ'লে
ফেলে রেখে গুরু স্মৃতি-ভার।
গিয়েছে সে একে একে
বাষট্টি বছরের পার।
চলতে জীবন পথে
কত বার কেটে গেল তাল !
বহুদিন হল, গেছে
কৈশোর শৈশব কাল।
দেখালো অনেক কিছু
দীর্ঘ এ জীবনের পট,
প্রৌঢ় জীবন আজ
যেন এক ঝুরি নামা বট।
কত ঝুরি কেটে যায়
আচমকা আঘাতের ঘায়।
বাদবাকি ঝুরিগুলি
হতবাক বিস্ময়ে চায়।
তবুও যায় না প'ড়ে
এ জীবন-বৃক্ষ প্রবীণ।
দু:খ সুখের প্রতি
কিছুটা সে যেন উদাসীন।
ব্যাকুল প্রতীক্ষা তবু,
এখনো সে চেয়ে আছে পথ।
এক দিন সম্মুখে
দাঁড়াবে কি নব কোনো প্রভাতের রথ !
                 --------------