সত্যিই এ যে বিচিত্র এক বাতিক হয়েছে ঠিকই,
চিত্ত জুড়াতে নিত্যই ভাবি, নতুন কী কথা লিখি !
গন্ডি আমার এতটুকু, তাকে কত আর বড় করি,
লিখেছি যা পারি, তবুও কেন যে এখনো লেখনী ধরি !
পদে পদে কাজে ভুল হয়ে যায় কবিতা কবিতা ক'রে,
এলোমেলো কত আঁকিবুকি দিয়ে পশরা উঠেছে ভ'রে।
কেউ প'ড়ে দেখে, কেউ বা পড়ে না, ছন্দে গেঁথেছি কী যে,
অন্ধ মোহতে উল্টিয়ে পাতা মাঝে মাঝে পড়ি নিজে।
এ আসরে এসে প্রতিদিনই দেখি কবি ও অকবি কত
প্লাবনের মতো স্রোতে অবিরত লিখে চলে শত শত।
নিমেষে তখন কী যে ভাব জাগে কী জানি কিসের ঝোঁকে
ছন্দ - বাণীতে ডানা মেলে দিতে স্বপ্নরা ভাসে চোখে।
মজিয়ে কী রসে ঘাড়ে চেপে বসে কাজ ভুলে যাওয়া নেশা,
হ'লে হোক ক্ষতি, নেই কোনো গতি, কবিতা রক্তে মেশা।
                            --------------------