দুর্গা চলেন বাপের বাড়ি, 
ব্যাগ ঝুলিয়ে, নতুন শাড়ি।
গয়না গলায়, টিপ কপালে
হালকা রঙিন রুজ দু'গালে।
ঝলমলে মুখ, স্নিগ্ধ হাসি,
হৃদ-কাননে খুশির বাঁশী।
ঘরের মেয়ে উমার সাথে
মিলতে অধীর প্রতীক্ষাতে
আছেন প্রিয় আপন যারা
বোঝেন উমার দুঃখ তারা।
কন্যা হয়ে এ সংসারে
দায় উমাদের চাপেই ঘাড়ে।
ছুটকারাতে ক'দিন তারই
ছোটেন তারা বাপের বাড়ি।
        -----------------