পথে ঘাটে নিত্য কতই
          অচেনা লোক ঘোরে।
 তাদের কারুর      সঙ্গে দেখা
          হয় বা কেমন ক'রে।
চলতি প্রথায় দু'হাত তোলা,
          একটু মুখে হাসি।
তার পরে সব মিলিয়ে যায়,
          আবার স্রোতে ভাসি।
ব্যস্ত জীবন,     তার ভিতরে
          হয়তো বা প্রত্যহ
চলার পথে এমন ব্যাপার
          ঘটেছে অহরহ।
এর মাঝেও এক একটা দিন
          বিশেষ দিনই বটে,
হঠাৎ ক'রে এমন লোকের
          সঙ্গে আলাপ ঘটে -
যেন সে খুব কাছের মানুষ,
          কতই চেনা জানা।
মনের কথা যতই বলি
          মানে না মন মানা।
হয় না মনে, একটু আগে
          অচেনা-ই ছিল,
বেরিয়ে যায় হঠাৎ ক'রে
          মনের নানান মিলও।
রচিত হয় হৃদ্যতার এক
          রঙিন পটভূমি।
সম্ভাষণও বদলে কখন
          আপনি থেকে তুমি।
         -----------------------