তেমন কবিতা কই !
যা লিখে কারুর মন ছুঁতে পারি
হতে পারি কারো সই?


আমরা এখন লাভ ক্ষতি নিয়ে
প্রতি পদে পদে চলেছি এগিয়ে
আমরা তো আর সে আগের মতো
সহজ সরল নই।
কেউ কারো কথা ততটা ভাবি না
করি শুধু হইচই।


তাই যত লেখা  হোক না কবিতা
যত লেখা হোক বই-
হয়তো সে বাণী শুধু ফাঁকা বুলি
কেবলই কথার খই।


সম্প্রীতি নিয়ে যত হোক বলা
হয় না সুখের, তবু পথ চলা,
সকলেই যেন দূরে দূরে স'রে রই।
খুঁজি চুপে একা উপরে চড়ার মই।


তাই তো এ কালে যতই ব্যাকুল হই-
সেরকম লেখা লেখনীতে ফোটে কই?
মনের আবেগে যা-ই লিখি আমি
হয় না সে লেখা ঠিক তত দামী
যা দিয়ে সবার হতে পারি প্রিয় সই।


            তেমন কবিতা কই !
              ------------------------