(নতুন পাঠক বন্ধুদের জন্য
  পুরোনো একটি লেখা)


একটুখানি সময় যদি মেলে-
কাটাই না তো আমি নিছক গল্প ক’রে খেলে।
কলম নিয়ে অমনি হাতে
              মগ্ন হয়ে কল্পনাতে
ছন্দে গাঁথি, এই মাথাতে ভাবনা কিছু এলে।
একটু বসার সময় যদি মেলে।


নানান কাজে ছুটছে মানুষ মেলা,
সখ যে আমার ছন্দ নিয়ে খেলতে মজার খেলা।
আমি কথার অর্থ বুঝি
              মারপ্যাঁচে নয়, সোজাসুজি
ছন্দ ও মিল যত্নে খুঁজি, নেই কো অবহেলা।
গল্পে মজার পাইনে সময় মেলা।


ছড়িয়ে আছে ছন্দ কথার ফাঁকে,
বুঝতে হবে, খুঁজতে হবে, ধরতে হবে তাকে।
সহজ তো নয় ছন্দবাণী
              শব্দও হয় অভিমানী,
করলে অবুঝ টানাটানি দেয় না সাড়া ডাকে।
মুখ ঢেকে রয় ছন্দ কথার ফাঁকে।


ছন্দ মিলের অবাধ দখলদারি-
নয় সোজা নয়, বাধায় ঘেরা ধাঁধার মতো ভারি।
শব্দ খুঁজে জব্দ হয়ে
              রই কি ব'সে স্তব্ধ হয়ে!
ছন্দ মিলের মর্জি স’য়ে দিই যে দূরে পাড়ি।
সব খেলাতে হয় কি দখলদারি?
           --------------