কথা ছিল আসবে তুমি,
          কিন্তু দুয়ার খুলে -
আসতে বুঝি   গেলেই শেষে ভুলে।
সেরে দিনের কাজ যা হাতে
সূর্য ডোবা শেষ বেলাতে
ছিলাম তোমার প্রতীক্ষাতে
          সাজিয়ে ঘর ফুলে।
নানান কাজে        আসতে বুঝি
          গেলেই শেষে ভুলে।


জন্ম নিয়ে এমনি আশা
          নীরবে এই মনে
ফুরিয়ে যায়    হয়তো অকারণে।
কুঁড়ির মতো মনের বাগে
এমনি আশা কতই জাগে
ঝরতে কি তা সময় লাগে
          কালের আবর্তনে !
কতই আশার সমাপ্তি হয়
          এমনি অকারণে।


সাধারণ এই মনের ভিতর
          তুচ্ছ যত কথা -
তাই নিয়ে আর    কার বা ব্যাকুলতা !
সুপ্ত কথা মুখটি ঢেকে
যায় যে পদচিহ্ন রেখে,
যত্নে ডেকে ভাঙবে কে এই
          গোপন নীরবতা।
বিধুর সুরে বেড়ায় ঘুরে
          মৌন ব্যাকুলতা।


জানি তুমি এই দ্বারে ঠিক
          আসবে সময় হলে,
মন জুড়াব    তখন কথা ব'লে।
নানান দিকে হাজার কাজে
থাকে তোমার ব্যস্ততা যে,
নীরব বীণা      শুনব বাজে
          আপনি এলে চ'লে।
তৃপ্তি পাব    কথা তোমায়
          একটি দুটি ব'লে।
        ---------×--------