জানি না কেন যে
      কী রসের খোঁজে
            কবিতা কবিতা করি।
শয়নে স্বপনে
      পথে প্রাঙ্গণে
            কবিতাকে খুঁজে মরি।
চলনে কবিতা
      বলনে কবিতা,
            ভুলি না কবিতা    কাজে।
সারাদিন ধ'রে
      প্রাণের বাসরে
            কবিতার বীণা বাজে।
কথার এই কলি
      আমার অঞ্জলি
            কেউ কি কুড়িয়ে নেবে !
ছন্দকে গড়ি
      বন্দনা করি
            কবিতাকে দেবী ভেবে।
রূঢ় বাস্তুবে
      লাভটা কী হবে?
            হায় রে কবিতা লিখে !
আবেগে নিয়ত
      লেখে শত শত
            কত কবি দিকে দিকে।
জেনে শুনে বুঝে
      তবু যাই খুঁজে
            ধ্যানে জ্ঞানে কবিতাকে,
কবিতার বাণী
      মুছে দিয়ে গ্লানি
            কষ্টেও ভালো রাখে।
             --------×--------