.........আমরা বলে থাকি, যাহা চাই তাহা পাই না। আসলে হয়তো আমাদের চাওয়াটাই অন্তহীন। তাই কোনো মতেই তার সবটুকু পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এছাড়া আমরা এটাও ভাবি না, আমরা যত কিছু চাই ততটা পাওয়ার যোগ্যতা বা অধিকার আমাদের আছে কিনা। যাই হোক আমরা আমাদের সাধারণ বিচার বোধ দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করি বা explain করি।
           কিন্তু আমাদের এই বিচার বা interpretation কতটা perfect বা সঠিক ! যারা প্রকৃত অন্তরদৃষ্টি নিয়ে আরো গভীরভাবে চিন্তা করতে পারেন তাদের মধ্যে অন্যতম রবি ঠাকুর স্বয়ংকী বললেন ! তিনি উল্টো কথা বললেন। তিনি বললেন- যাহা চাই তাহা ভুল ক'রে চাই, অর্থাৎ আমরা যেটা চাই সেই চাওয়াটাই ভুল। আপাতভাবে আমাদের মন যেটা চাইছে তা আমাদের উপযোগী নয়, আমাদের পক্ষে শ্রেয় নয়। কিন্তু আমরা মোহগ্রস্ত হয়ে তা ভাবতে চাই না বা বুঝতেও পারি না। তার পরিনতি কী হয় ! অসংলগ্নভাবে অপরিকল্পিতভাবে কিছু তো আমাদের জীবনে প্রাপ্তি হয়। কিন্তু সে সব পাবার পর আমাদের মনে কি কোনো পরিতৃপ্তির ভাব জাগে ! তখন আমাদের মনে হয় এত আকাঙ্খার পর, এত চাওয়ার পর যা পাওয়া গেল তা তো আমরা চাই নি, তাতে তো আমাদের মন কোনো তৃপ্তিতে ভ'রে উঠছে না। যেটা আমরা সহজে ভাবতে পারি না, যেখানে আমাদের উপলব্ধিা পৌঁছতে পারে না তাকে কত তাৎপর্যপূর্ণভাবে কত সুন্দর অথচ মন স্পর্শ করা কাব্যিক পংতিতে স্তোত্র বাণীর মতো কবিগুরু শুনিয়ে গেলেন -
            যাহা চাই তাহা ভুল ক'রে চাই,
                                যাহা পাই তাহা চাই না।
           কিন্তু এরপরেও আমরা কে কতটুকু বুঝতে পারলাম বা জীবনে মানতে পারলাম !