(নতুন বন্ধুদের জন্য
একটি পুরনো লিখন)


ধন নয়, মান নয়, কবি রাখে আশা
পাঠকের মনে পেতে এতটুকু বাসা।
আবেগে যে কথা দুটি
             করে মনে ফুটিফুটি
তা শোনাতে ছোটা-ছুটি, প্রাণে প্রত্যাশা -
পাঠকের মনে পাবে এতটুকু বাসা।


রাত দিন আবেগের স্রোতে তার ভাসা,
কবিতায় ছন্দিত        যত কাঁদা হাসা।
ঘুরে পথে, মাঠে বনে
                 কবির তৃষিত মনে
কত ভাব অকারণে করে যাওয়া আসা।
উচ্ছাসে ফুটে ওঠে ছন্দিত ভাষা।        


তা ব'লে কি সব লেখা হয় তার খাসা
নব নব ভাবনা ও দর্শনে ঠাসা !
কবি তো নিষ্ঠা ভরে
             আবেগে লেখনী ধরে,
চায়, যাতে ঝ'রে পড়ে বাণী গ্লানি-নাশা।
ক্ষতিটা কী না হলেও লেখা সবই খাসা !


কত কবি উপহার দেয় কত ভাষা,
লেখাতে জাগিয়ে তোলে কেউ উচ্চাশা।
কাব্যের তরী বেয়ে
             পাঠকের কাছে যেয়ে
ছন্দে উঠবে গেয়ে, থাকে অভিলাসা।
ধন্য সে,   পাঠকের মনে যার বাসা।
             ---------------