আজ ছক ছাড়া এলোমেলো কাজে
দিনটা কেটেছে একেবারে বাজে,
দিনান্তে এসে কিছু বুঝি না যে শেষটা।
সকাল থেকেই বসিনি কখনো
হাঁকাহাঁকি আর দৌড় ঘন ঘন,
অন্তরে হায় মিটল না কোনো তেষ্টা।


দিনের শুরুতে মোটে জানিনি তা
দিনখানা যাবে এভাবেই বৃথা,
আহা পুরোপুরি অপচয় কি তা ভাবব !
এত দৌড় ঝাঁপ, এত নড়াচড়া,
স্থির হয়ে কিছু হয়নি তো গড়া,
সে ব্যথা ঘোচাতে রাতে লিখি ছড়া কাব্য।
          -----------×------------