দেখে দূর থেকে 
ভাবছে অনেকে
ক্ষেপেছে, এ কবি ক্ষেপেছে !
গেছে একেবারে,  
নিশ্চয়ই ঘাড়ে
কবিতার ভূত চেপেছে।


এলেমেলো সাজে
বকে আজেবাজে
কাজকাম মোটে করে না,
কথার লহরে
ছন্দই ঝরে
আর কোনো কিছু ঝরে না।


নেই কোনো মতি
কিসে লাভ ক্ষতি,
সে সবের প্রতি উদাসীন।
জ্ঞানে অজ্ঞানে
কবিতাই ধ্যানে,
ছোটে তারই টানে সারাদিন।


স্বার্থান্বেষী
লোকজনই বেশি,
ফাঁক বুঝে চায় ঠকাতে।
মিছে বাহবাতে
তাই দিনে রাতে
চায় যে কবিকে বকাতে।


হুশ নেই তাতে,
তবুও সে মাতে
সেই মন ভোলা নেশাতে,
রাখে না খেয়ালও
কে বা ছেড়ে গেল,
রয়েই বা গেলে কে সাথে !
       --------------