ইচ্ছে করে মন্ত্রবলে
        আবার ছোট হতে,
ইচ্ছে করে চলতে ভেসে
        খেয়াল খুশির স্রোতে।
ইচ্ছে করে ছোট্ট পায়ে
        খেলতে লুকোচুরি,
ইচ্ছে করে লাটাই সুতোয়
        ওড়াতে লাল ঘুড়ি।
ইচ্ছে করে বৃষ্টি এলে
        নৌকো ছাড়ি জলে,
ইচ্ছে করে দেখতে সে নাও
        কোথায় ভেসে চলে।
ইচ্ছে করে দেখতে কোথায়
        রামধনু রঙ মেশে,
ইচ্ছে করে হারিয়ে যেতে
        নীল পরীদের দেশে।
ইচ্ছে করে মিলুক ছুটি
        ব্যস্ত রুটিন থেকে,
ইচ্ছে করে ছোট্ট সাথী
        নিক-না খেলায় ডেকে।
ইচ্ছে করে,ইচ্ছে করে
        ইচ্ছে করে ভারি -
একটি বারের জন্য যদি
         ছোট্ট হতে পারি।
               -------------