কবিতা কি শুধু শব্দের কেরামতি !
পাঠকের কানে ধাক্কা দিলেই
          আহা বাহাদুরী অতি !
হয় তো পাঠক চমকে সহসা
          ভাবতেও পারে ব'সে
এসেই এ কবি কলমের জোরে
          ছক্কা দিয়েছে ক'ষে।
কিন্তু তা নিয়ে
          প্রাণে ঠাঁই দিয়ে তাকে -
সে কবির নাম বহু কাল ধ'রে
          কজনে বা মনে রাখে !
আবার কেহ বা দেখিয়ে নিপুণ
          ছন্দের কারিগরি
ভাবতেও পারে, তার কবিতাই
          রূপে গুণে আহামরি।
কিন্তু ভাবে না সেই ছন্দ কি
          ঝরনা ধারার মতো
পাঠক হৃদয়, খুশিতে বিভোর
          ক'রে রাখে অবিরত !
যে রকম ছিল সত্যেন মধু,
          রবি সুকুমার কাজী
ধরত না যারা সস্তা লেখনী,
          করত না কারসাজি।
চাইলেই যারা, সেরা কবিতারা
          নেচে নেচে দুলে দুলে
সকলের মনে সে কী অনায়াসে 
          দিয়ে যেত ঢেউ তুলে।
সেরকম লেখা পাচ্ছে না কেন
          কবিতা পাঠক যারা !
আধুনিকতায় হয়ে নিরুপায়
           হায় তারা দিশেহারা।
ভাবনাকে চাই ছন্দকে চাই
          শব্দকে চাই ঠিকই,
প্রাণের সজীব স্পন্দনও চাই
          যে-ই যতটুকু লিখি।
              ----------------