এলোমেলো ভাবনাকে
সাত পাকে বাঁধব।
মনোবাগে যদি জাগে
অনুরাগে সাধব।


ফাঁক পেলে কাজ ফেলে
ভাবে মেতে উঠব।
অকারণে মনে মনে
ভাবাবেগে ছুটব।


ভাবনার রঙ দিয়ে
আহা ছবি আঁকব,
ভাবনার আকাশেই
ডানা মেলে রাখব।


তাই দেখে যে আমাকে
যা-ই ডাকে ডাকবে,
খাপছাড়া ভাবনাতে
মন ম’জে থাকবে।


ভাবনারা দিলে নাড়া
ভাববই ভাবব।
মজা পাব, গেঁথে যাব
মিল ছড়া কাব্য।
       --------------