মনে খেদ ছিল, পৌষ এসে গেল
      তবু কেন শীত পড়ে না !
হিম ঝরা শীতে মিষ্টি প্রভাতে
      সোনা রোদ কেন ঝরে না?
যদি কনকনে ঠান্ডা না পড়ে
      প্রাণে সে আমেজ ফোটে না।
পিকনিকে যাওয়া, বেড়ানো বা খাওয়া
      কিছুই তো জ'মে ওঠে না।
সকলের মনে অভিমান বুঝে
      অবশেষে শীত হেসেছে।
হঠাৎই গোপনে জানান না দিয়ে
      হুড়মুড় ক'রে এসেছে।
বোঝার আগেই কেউ কোনো কিছু
      এসেছ সে যেন দাপিয়ে,
ছোট থেকে বড় সকলের দেহে
      একেবারে হাঁড় কাঁপিয়ে।
প্রকৃতি কিছুটা হলেও খেয়ালী
      এবারে মালুম হয়েছে,
এখনো সে শীত    আগের মতোই
      তীব্র সতেজ রয়েছে।
           --------