দূরের দেশে
ঘুরতে এসে
খুশির ভেলায়
যাচ্ছি ভেসে।


আলো ছায়ায়
দেখছি খালি
সবুজ ঘন
গাছ-গাছালি
চোখ জুড়ানো
স্বপ্ন মায়ায়
মন ভেসে যায়
সেই আবেশে।


ঘোরার নেশায়
সদলবলে
এলাম কান্হার
এ জঙ্গলে,
ন' দশজনের
দলের সাথে
প্রবেশ সেথায়
জোস্না রাতে,
হাত মেলাব
বাঘের হাতে,
চমকে দেবে
সিংহ এসে।


এই প্রকৃতির
নির্জনতা
ভুলিয়ে দিল
ঘরের কথা।
কখন কোথায়,
নেই কো জানা
নাওয়া খাওয়ার
নেই ঠিকানা,
যাযাবরের
নেশার মতো
পথে পথেই
ঘুরছি কত,
যেথায় জিনিস
দেখছি যত
ছন্দ তত
যাচ্ছে এসে।


ছকে বাঁধা 
জীবনে ছক
ক'দিন না হয়
গেলই ভেসে।
  ----------