মনে ছিল উৎসাহ -
ঘর ছেড়ে দূরে 
  দেখে আসি ঘুরে
    অপরূপা খাজুরাহ।
শুনি চারি ধার ঘিরে -
ভাস্কর্যের নিশানা খোদিত
    মন্দিরে মন্দিরে।
এবারে সময় ক'রে
দল বেঁধে ঘুরে এসেছি সেখানে
    পুরো দুই দিন ধ'রে।
কারুকাজ ভরা মন্দির সারে সারে,
যে দিকে তাকাই
  যেখানেই যাই
    অভিভূত একেবারে।
কোনোটা হলুদ কোনোটা বা সাদা
    মন্দির নানা রঙে।
গাত্রে গাত্রে মূর্তি খচিত
    নানা আকারে ও ঢংয়ে।
সেখানে যেমন দেব দেবী আছে
    মহিমা প্রকট ক'রে
মানব মানবী মিলিত রয়েছে
    স্বর্গীয় শোভা গ'ড়ে।
যতই আমরা আধুনিক সেজে
    প্রগতি প্রগতি করি -
আব্রুর নিচে উগ্রতা দিয়ে
    মনে মলিনতা ভরি।
ভেবে বিস্ময় জাগে,
মানুষেরা ছিল কত রুচি শীল
    হাজার বর্ষ আগে।
       ------------