সারাদিন সারা বেলা -
ভেবে টেবে নয়,
খেলি মনে হয়
কবিতা কবিতা খেলা।


যেখানেই যাই
ফাঁক যদি পাই
কথাকে সাজাই মেলা।
যত কথা কলি
যেভাবেই বলি
নিছকই তা ক'রে হেলা।


জানি না কে দেয় ঠেলা !
লেখনীটি ধ'রে
খেয়ালী আঁচড়ে
যা খুশি তা লিখে ফেলা।


যা-ই লিখে যাই
কেউ দেখে তাই
ভাবে ছাই, এ কী ঝ্যালা !
হয়ে ভোলা মন
আমি যে তখন
পাগলা দাশুর চেলা।


না-ই পারি হতে
রবি সুকুমার চেলা -
হলেও অনামী
নই আমি ক্ষ্যাপা নেলা।
মহা আশা নেই
নিছক সখেই
ছন্দে ভাসাই ভেলা।
   -----------