শঙ্কা মনে,   পড়ল যা কাল
গ্রীষ্ম এবার করবে নাকাল।
ফুল রাঙিয়ে    যেতেই ফাগুন
আকাশ থেকে ঝরছে আগুন।
দীপ্ত প্রখর স্পর্শে তাহার
ম্লান হল সব ফুলের বাহার।
হাঁক দিয়ে কাল-বৈশাখীতে
ঝড় দিল দোল কই শাখিতে!
সকাল থেকে বাড়তে বেলা
অমনি প্রখর তাপের খেলা।
নিদাঘ দুপুর এমনি খা খা
পথ মাঠ ঘাট স্তব্ধ ফাঁকা।
রাতের বেলা গরিব গুড়ো
নিদ্রা বিহীন কাটায় পুরো।
পশ্চিম ও পূব সব দিকেই
মেঘ বাদলের চিহ্নটি নেই।
এমনি গেলে জৈষ্ঠ আষাঢ়
কাল ঘনাবে সর্বনাশার।
দিন কাটে এই আশঙ্কাতে
কী ঘটে হায় কার বরাতে !
      ----------