শন শন ক'রে
     হাওয়া বয় জোরে
          শ্রাবণ সন্ধ্যা বেলা।
বর্ষার ধারা
     হয়ে পথহারা
          করে এলোমেলো খেলা।
কখনো তা ঝরে
     ধরণীর পরে
          ঝমঝম রব তুলে।
কভু থেকে থেকে
     আসে এঁকে বেঁকে,
          তরুলতা ওঠে দুলে।
পাগলা হাওয়াতে
     ভাবনারা মাতে
          খুঁজে ফেরে যেন কাকে
দূরে বহু দূরে
     কোন্ সে সুদূরে
          কে জানে সে কোথা থাকে !
যেন কার বাঁশী
     উতলা উদাসী
          অন্তরে দেয় ঠেলা,
কী বিধুর রবে
     মেঘে ঢাকা নভে
           শ্রাবণ সন্ধ্যা বেলা।
           ----- x -----