মস্ত বড় মহৎ কবি
     নাই বা আমায় ডাকলে,
ভিড়ের মাঝে না হয় আমায়
    একটি কোণায় রাখলে।
তাতে আমার নেই কোনো খেদ
মস্ত হবার নেই মনে জেদ,
না থাক কেবল বিদ্বেষ ও ভেদ,
       একটু প্রীতি মাখলে -
উদার হয়ে না হয় আমায়
        একটু মনে রাখলে।


দিকভোলা এক পথিক আমি
         আপন ভাবে মত্ত,
ঝুলিতে নেই অমূল্য ধন
         এই কথাটি সত্য।
অকিঞ্চণ এই আমার কাছে
      দুচার কলি ছন্দ আছে,
অবুঝ হৃদয় তাতেই নাচে
        ভরায় আঁধার ঘর তো।
মুক্ত মণির খোঁজ জানি না,
        এই কথাটি সত্য।


তবুও নেই তেমন ক্ষতি
          পথেই আমি থাকলে।
প্রয়োজনে রথটি তোমার
         না হয় বেগে হাঁকলে।
একটু যদি ছন্দ শোনো
         পরবে না তো বাঁধন কোনো,
ম্লান কি হবে ক্লান্ত হয়ে
          ছন্দ সুধা মাখলে !
অলস বেলায় না হয় আমায়
           একটু মনে রাখলে।
               ---------------