সময় দিযেছে ফাঁকি,
স্মৃতি নিয়ে বেঁচে থাকি।
কবে কোন্ মধু রাতে
ছিলে পাশে, ছিলে সাথে
ভেবে সে লগনগুলি
না পাওয়ার ব্যথা ভুলি।
এ জীবনে যত চাওয়া
অল্পই হল পাওয়া।
আর যত ছিল বাকি
হয়তো হয়েছে ফাঁকি।
তাই গেলে কিছু ঘ'টে
এখন ভাবি না মোটে।
দুঃখ করি না মনে
ব্যথা পেয়ে অকারণে।
এ-ই তো ঘটার ছিল,
নেই খেদ এক তিলও।
বরং জাগিয়ে স্মৃতি
ভাবি, যা পেয়েছি প্রীতি।
সেটুকু স্মরণ ক'রে
শূন্যতা তুলি ভ'রে।


চাই না করুণা, ক্ষমা
হে আমার প্রিয়তমা।
মনে রাখো না-ই রাখো
তবু প্রিয়তমা থাকো।
       -------------