এত ডাকি        মন পাখি
     যা রে তুই উড়ে যা।
খাঁচা ফেলে      ডানা মেলে
      দূরে বহু দূরে যা।


কী মোহেতে    ওরে, মেতে
       রয়েছিস পাখি রে।
ক'রে খেলা,      সারা বেলা
       হয়ে গেল ফাঁকি রে।


থেকে থেকে     বুলি হেঁকে
        নিছকই যা শেখানো
রইল না,         পাকা সোনা
        দিয়ে কিছু লেখানো।


স্থানু হয়ে        গেলি রয়ে
       না মেলেই পাখা সে,
দূরে চেয়ে        সুরে গেয়ে
       উড়লি না আকাশে।
            ---------------