অবিরত খুশি মতো
    ভুষি মাল ঢেলে যাও,
বোকাদের ধোঁকা দিতে
    সরণিতে ফেলে যাও।


তাল বুঝে ফাঁক খুঁজে
    গূঢ় চাল চেলে যাও।
সেয়ানার বেশে হেসে
    রাজনীতি খেলে যাও।


চুষি কাঠি দিয়ে হাতে
    চেলাদের পেলে যাও।
স্বার্থের প্রয়োজনে
    নীতি থেকে হেলে যাও।


ঘ্যান ঘ্যান করো যারা
    ঘানি তারা ঠেলে যাও।
কিসমত বাজে হলে
    বিনা দোষে জেলে যাও।


বর্জন ক'রে নীতি   
    রসাতলে গেলে যাও -
গিরগিটি, নিজেকেই
    নানা রঙে মেলে যাও।


বোকাদের ধোঁকা দিতে
    বাঁকা চালই চেলে যাও।
            --------