কবিতা তো কত আছে
          পথে ঘাটে ছড়িয়ে
পড়লেও, কটা বলো
          দেয় মন ভরিয়ে!
কোনোটাতে ভাষা আছে,
          ভাব তত ফোটে না,
কোথাও বা ছন্দের
          সে লহরী ওঠে না।
কবিতার কলি কেউ
          গাঁথলেও স্বভাবে
রূপ রস পায় না তা
          যত্নের অভাবে।
রাগ সেধে যেত নাকি
          বর্ষাকে নামানো।
যেত নাকি পশুদের
          হিংস্রতা থামানো।
হলে বাণী সুললিত
          কবিতাও পারে তা,
মনে যত মলিনতা,
          সুধা রসে কাড়ে তা।
কোথা আজ সেই কবি,
          সে রকম কবিতা !
এ যুগের হুজুগে কি
          হারিয়েছে সবই তা?


এসো কবি আঁকো ছবি
          মেধা অনুশীলনে
ভাব ভাষা ছন্দের
          জাদুময় মিলনে।
         ------------