জীবন মানেই সুখ শুধু নয়
     অনেক দুঃখ সওয়া।
তা ব'লে কখনো কাঙ্খিত  নয়
     দুঃখ বিলাসী হওয়া।
অধরা সুখের পিছে ছুটে যেতে
     হয় অকারণ দুঃখও পেতে,
শ্রেয়   হাসি মুখে প্রসারিত বুকে
     তবু সে দুঃখ বওয়া।
থাকো নির্ভয়, কাঙ্খিত  নয়
     দুঃখ বিলাসী হওয়া।


দুঃখ ও সুখ পাশাপাশি থাকে
     রাত্রি দিনের মতো,
ভাবা ঠিক নয় দুঃখ ব্যথাকে
     তাই বড় ক'রে অত।
আঘাতের ঘায়ে ভেঙে পরা নয়
     সাময়িক ভেবে করো তাকে জয়,
আঁধারে দীপের আলো নেই ভেবে
     হয়ো না কো আশাহত।
দুঃখ ও সুখ পাশাপাশি থাকে
     রাত্রি দিনের মতো।


তাই সমীচীন দুঃখে বা সুখে
     মোহ হীন হয়ে রওয়া।
দ্বীধা হীন প্রাণে কবিতায় গানে  
     জীবনের কথা কওয়া।
সুখে থাকো আর দুঃখেই থাকো
     অন্তরাকাশ অমলিন রাখো,
হয়ো না ব্যাকুল, সব চেয়ে ভুল
     দুঃখ বিলাসী হওয়া।
কাঙ্খিত পথ     দুঃখে বা সুখে
     মোহ হীনভাবে রওয়া।
           ---------