অমন ক'রে থাকলে স'রে ওগো আমার সই
কেমন ক'রে আমার যত মনের কথা কই?
ছন্দ মুখর এই যে কথা
                   বলতে সে কি আকুলতা
একটু তুমি না শুনলে তা কেমন ক'রে রই!
ওগো আমার অভিমানে মুখ ঘোরানো সই।


দু'চোখ তুলে এদিক পানে মুখটি ফেরাও আজ,
বসন্ত বায় ওড়াও বসন, করো ফুলের সাজ।
এমন ক্ষণে আজকে প্রিয়ে
                   রাগ অভিমান দাও ভাসিয়ে,
এখনো কি থাকবে নিয়ে মিথ্যে গৃহ কাজ!
ও সব ভুলে মুখটি তুলে একটু তাকাও আজ।


আজকে পাতায় কাঁপন দিয়ে হাওয়া যখন বয়
প্রকৃতিও মরমরিয়ে যখন কথা কয়-
থাকবে তুমি চুপ ক'রে কি
                   মিথ্যে রাগে মুখ ভ'রে কি,
ভেবে দেখো এই তিথি কি তোমার আমার নয়!
পাতায় পাতায় কাঁপন দিয়ে হাওয়া যখন বয়।


এসো সেজে বধূর সাজে, জোৎস্না ভরা রাত।
রাখো আমার হাতের 'পরে তোমার দু'টি হাত।
সুধায় ভ'রে চোখ দু'টিরে
                   প্রাণের বীণা বাজাও ধীরে,
দু'জন প্রেমের মিষ্টি নীড়ে আজ হব এক সাথ।
বসন্তের এই জোৎস্না ভরা আকুল করা রাত।
              --------------