নব অনুরাগে কারো যদি জাগে
কবিতা লেখার সাধ -
ভেবে দেখো তবে     লেখনীতে রবে
প্রেম !  নাকি প্রতিবাদ?
প্রেম ভালোবাসা নিয়ে কাঁদা হাসা
হল বহু কবিতায়,
হায় রে মানুষ হারিয়েছে হুঁশ
তবু এই জামানায়।
কোনো দ্বিধা নেই, কত সহজেই
হয়ে লোভী নিষ্ঠুর
লালসার ঝোঁকে কেটে দেয় লোকে
জীবনে চলার সুর।
কত কে সুবেশী, সুরূপা সুকেশী
ঘোরে পথে ঘাটে আজ
মানুষ ঠকানো রক্ত ঝরানো
যাদের বা-হাতি কাজ।
বৃথা সব বাণী,    খুন রাহাজানি
গুন্ডামি ছিনতাই
ভয়ে চোখ বুঁজে, দোষীকে না খুঁজে  
প্রতিদিনই দেখে যাই।
মানা যে শক্ত,    ভাইয়ের রক্ত
মায়ের চোখের জল।
কে ধরাবে কাকে !  আইনের ফাঁকে
হয় সবই নিষ্ফল।


এরপরও কবি, মেনে নিয়ে সবই
লেখনীটি ধ'রে হায়
প্রেম যমুনাতে হৃদয় ভাসাতে
মাতবে কি কবিতায়?
নাকি গর্জাবে উচ্চ আরাবে
তীব্র ক'রে জেহাদ
হে কবি, ফোটাতে    রক্ত লেখাতে
প্রেম নয়।    প্রতিবাদ।।
      ----------------