তানপুরাটার তারগুলিতে
         জমল ক্রমে ধুলি।
শক্তিশালী সময় বলে,
         সবাইকেই ভুলি।
তারার পানে চেয়ে চেয়ে
সেদিন যে গান উঠলে গেয়ে
কালের অমোঘ স্রোতেটি বেয়ে
         ভাসল সে গানগুলি।
আর যা ভুলি, প্রাণের সে সুর
         কেমন ক'রে ভুলি !


তানপুরাটার তারগুলিতে
         যতই জমুক ধুলি।
        -----------


 পঁচিশের ডাক
-----------
বৈশাখে
   ঐ ডাকে
      শুনি কার শাঁখ।  
পঁচিশে যে
   ওঠে বেজে
       ভৈরবী রাগ।


গেয়ে চলে
    ডেকে বলে
        জাগ তোরা জাগ।
নব আশা
   পাক ভাষা,
        যা হতাশা থাক।
           --------