রাতের আঁধারে ডুমুর
গাছে বসে একা,
চারিধার চুপচাপ নির্জন
কিছুই যায় না দেখা।
দাদীমা বলে, ডুমুর ফুল
দেখে সৌভাগ্য যার,
ডুমুর ফুল দেখা নয়
অত মামলি ব্যাপার।
ডুমুর ফুল দেখলেই
হবেই হবে ধনী,
মম হৃদয় লালসায়
জেগে সারা রজনী।
অশ্বত্থ পাতার কলরব
আর কামিনীর বাস,
অসংখ্য তারা আসমানে
শিশির ভেজা ঘাস।
রাত্রি শেষ, ভোরে
হল চারধার ফর্সা,
ডুমুর ফুলের দেখা নাই
ভঙ্গ ধনী হওয়ার আশা।